বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডকে বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক হিসেবে রূপান্তরের লক্ষ্যে আইন কমিশন হতে বিগত ২১.০১.২০২১ তারিখ প্রাপ্ত সর্বশেষ "বাংলাদেশ সমবায় ব্যাংক লি: আইন, ২০২১" শীর্ষক খসড়া আইনের উপর মতামত প্রদানের জন্য সকল সমবায়ী ও সমবায় সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে অনুরোধ করা হলো।