কৃষি ঋণের আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবেঃ
১। ঋণ গ্রহণের ব্যাপারে কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ/সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ/ সমিতি লিঃ এর কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্তের অবিকল নকল যা ম্যানেজার/প্রিন্সিপ্যাল অফিসার/জেলা সমবায় অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে;
২। এতদ্সঙ্গে প্রদত্ত নমুনা অনুযায়ী ক্ষমতা প্রাপ্ত পরিচালকগণ কর্তৃক স্বাক্ষরিত ২ কপি Pronote (তমসুক) ‘কার্টিজ পেপারে’ হতে হবে; (Pronote এর নমুনা সংযুক্ত)
৩। Pronote (তমসুক) স্বাক্ষরকারী পরিচালকগণের নমুনা স্বাক্ষর যা ম্যানেজার/প্রিন্সিপ্যাল অফিসার/জেলা সমবায় অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে;
৪। .........................................সমিতি/ ব্যাংক লিঃ এর তথ্য/বিবরণী (নীতিমালায় বর্ণিত ছক ‘ক’ অনুযায়ী);
৫। এতদসঙ্গে প্রদত্ত নমুনা অনুযায়ী ব্যাংকের কার্যকরী পরিষদের সদস্যগণের ঋণের বিবরণ (যদি থাকে) এবং ২০০৯-২০১০ সন হতে চলতি..................... পর্যন্ত বছর ওয়ারী ঋণ আদায় ও পরিশোধের বিবরণী (নীতিমালায় বর্ণিত ছক ‘খ’ ও ‘গ’ অনুযায়ী);
৬। বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত আমানতের বিবরণী, বিগত অর্থবছরের ৩০শে জুন তারিখের উদ্ধৃত্তপত্র (Balance Sheet) এবং বিগত অর্থ-বছরে জমা-খরচের বিবরণী এবং
৭। এ নীতিমালার ২২নং শর্ত অনুযায়ী একটি ‘অঙ্গীকারপত্র’ এতদ্সঙ্গে প্রেরিত নমুনা অনুযায়ী কার্টিজ পেপারে টাইপ করে দাখিল করতে হবে। (অঙ্গীকারনামা এর নমুনা সংযুক্ত)